Published : 06 Jul 2023, 06:57 PM
বরিশাল নগরীতে ‘পূর্ব শত্রুতার’ জের ধরে এক ছাত্রলীগ কর্মীর হাত কেটে বিচ্ছিন্ন করার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম জোনায়েদ আল মামুন (৩০)। তিনি বরিশাল নগরীর বেলতলা এলাকার বাসিন্দা।
সোমবার রাতে বরিশাল জিলা স্কুলের পিছনের ফটকে ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহম্মেদ রাধোর (২৬) বাম হাত কনুইয়ের ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়।
রেদোয়ান নগরীর আমানতগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার রাতেই মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করে মামলা করেন রেদেয়ানের বাবা।
বুধবার মামুনকে ধরতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ছিলেন কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাব-৮ এর যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী থেকে মামুনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রেদোয়ানকে মারধর ও এক পর্যায়ে কুপিয়ে হাত কেটে ফেলার কথা স্বীকার করেছে।”
এ ঘটনায় মামুনসহ আরও দুইজন জড়িত জানিয়ে এসআই বলেন, “মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।”
হামলার কারণ হিসেবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ২০১৮ সালে পূর্ব বিরোধের জের ধরে মামুনের সঙ্গে রেদোয়ানের শত্রুতা তৈরি হয়। মামুন জানিয়েছে, রেদোয়ান জুনিয়র হলেও তাকে বিভিন্ন সময় অপদস্ত করত। এমনকি প্রকাশ্যে একবার চড়ও দেয়। সেই রাগ থেকেই মামুন রেদোয়ানের হাত কেটে নেওয়ার পরিকল্পনা করে।
“এর অংশ হিসেবে প্রথমে রেদোয়ানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে এবং সোমবার তাকে ডেকে মারপিটের পর হাত কেটে নেয়।”
রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন সকালে জানান, তার ছেলের অবস্থা শঙ্কামুক্ত নন। কেটে ফেলা হাত থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে রক্ত দিতে হচ্ছে।