Published : 13 Oct 2023, 09:13 PM
নীলফামারীর ডোমার উপজেলায় ‘নেশার টাকা যোগাতে’ বাবার ইজিবাইক চুরির ঘটনায় ছেলে ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে প্রথমে ছেলেকে এবং পরে উপজেলার ফরেস্ট নদীয়া শান্তপাড়া থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয় বলে ডোমার থানার পরিদর্শক মাহমুদ উন নবী জানান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার চিকনমাটি দিঘলটারী গ্রামের সবদের আলীর ছেলে শাহিনুর ইসলাম (২৩) এবং শান্তপাড়া গ্রামের মমিজ উদ্দিনের ছেলে জুয়েল (৩০)।
পুলিশ জানায়, ৭ অক্টোবর সন্ধ্যায় সবদের আলীর বাড়ি থেকে তার ইজিবাইক চুরি হয়ে যায়। পরে উপজেলা পরিষদের সামনে ব্যাটরিবিহীন অবস্থায় ইজিবাইকটি পান তিনি। এ ঘটনায় সবদের আলী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।
পরিদর্শক মাহমুদ বলেন, “চুরির ঘটনায় জড়িত সন্দেহে বাদীর ছেলে শাহিনুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকের চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।”
নেশার টাকা যোগাতে গ্রেপ্তাররা ব্যাটারিগুলো চুরি করেছিলেন; প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে এমন তথ্য জানিয়ে, বলেন তিনি।
বিকালে চুরির মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক মাহমুদ।