Published : 14 Jul 2023, 11:51 PM
খুন হওয়া গাজীপুরের শ্রমিক নেতা শহীদুল ইসলামের গ্রামের বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. ফারুক হোসেন।
এ সময় তিনি শহীদুলের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। বিজিএমইএ সভাপতি নিহতের স্ত্রী-সন্তানের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন।
শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সংগঠক এবং গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।
২৫ জুন শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে দুই শ্রমিক নেতাকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে গিয়েছিলেন শহিদুল। কারখানা থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর তাদের ওপর হামলা হয়, তাতে প্রাণ যায় শহিদুলের।
বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন্যান্য বিষয়ের সঙ্গে শহীদ হত্যা নিয়েও সরকারের সঙ্গে কথা বলেছে।
এর মধ্যেই শুক্রবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীতে শহীদুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজিএমইএ সভাপতি ফারুক হোসেন।
এ সময় তিনি বলেন, “আমরা শ্রমিক নেতা শহীদুল ইসলামের হত্যার পেছনে যারাই জড়িত আছে, সে যেই হোক এবং যত শক্তিশালীই হোক তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সবার নজরে যেন পড়ে যে, কেউ এ ধরনের ঘটনা ঘটালে তাদের রেহাই নেই।”
শহীদুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিজিএমইএ সভাপতি বলেন, “যেহেতু শহীদুল কারখানায় কাজ করতেন এবং শ্রমিকদের নেতৃত্ব দিতেন তাই তার সম্পর্কে একটা ভালো ধারণা আছে। বিজিএমইএর মালিকদের পক্ষ থেকে সবাই অবগত আছে তিনি আমাদের শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করতেন। বিজিএমইএ আশা করে, তার হত্যার ঘটনায় পরিবার ন্যায়বিচার পাবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমীরুল হক আমীন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, সাধারণ সম্পাদক বাবুল আকতার।
পরিবারের সঙ্গে দেখা করার পর নেতারা শহীদুল ইসলামের কবর জিয়ারত ও মোনাজাত করেন।
আরও পড়ুন:
শ্রমিক নেতা শহিদুল হত্যার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
শ্রমিক নেতা শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত চাইল মার্কিন প্রতিনিধি দল