Published : 23 Oct 2022, 09:25 PM
এক মোটরসাইকেলে চার শিশু। এদের তিন জনের বয়স ৯ বছর; অপরজনের সাড়ে ৩। তারা ‘নিরাপত্তা কর্মীদের চোঁখ ফাঁকি দিয়ে‘ বঙ্গবন্ধু সেতুর টোল না দিয়েই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়।
রোববার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তাকর্মীরা সেতুর আরেক প্রান্তে তাদের আটকে দেন।
শিশুরা টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী (সাইড) প্রকৌশলী আহসান হাবিব বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার শিশু একটি মোটরসাইকেলে করে সেতুর পূর্বপাড়ের টোলপ্লাজায় আসে। সেখানে তারা নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে টোল না দিয়েই সেতু অতিক্রম করে পশ্চিমপাড়ে চলে যায়।
“সেখানে নিরাপত্তাকর্মীরা তাদের আটক করেন। পরে ওই শিশুদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশকে শিশুদের অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে আটক শিশুদের ছেড়ে দিতে বলা হয়েছে।”
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে শিশুটি মোটরসাইকেল চালাচ্ছিল তার বাবা একজন সরকারি গাড়ি চালক। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার মা গিয়েছেন বাবার বাড়ি। বাড়িতে শুধু শিশুটির দাদী ছিলেন। এই সুযোগে সে তার ছোট ভাই ও প্রতিবেশী আরও দুই শিশুকে নিয়ে বেরিয়ে পড়ে।
“সেতু কর্তৃপক্ষ শিশুদের হস্তান্তর করার পর তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। অভিভাবকদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে তাদের কাছে শিশুদের হস্তাস্তর করা হবে।“
ওসি মোসাদ্দেক আরও বলেন, সেতুতে শিশুদের এমন ঘটনা এটাই প্রথম। এতো ছোট ছোট শিশুর মোটরসাইকেল নিয়ে বের হওয়া ঠিক হয়নি। এতে করে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো। অভিভাবকদের সচেতন হওয়া উচিৎ।