Published : 17 Feb 2023, 05:31 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের মধ্যে টেঁটার আঘাতে এক যুবক নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার চরগোলগোলিয়ায় এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি মিজনুল হক জানান।
নিহত ফালান মিয়া (৩০) ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আহতদের মধ্যে গলায় টেঁটা বিদ্ধ হয়েছেন ফারুক হোসেন (৩৫) নামের একজন। তাকেসহ আহত ১১ জনকে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি মিজনুল হক বলেন, জমির বিরোধ নিয়ে দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই
ঘণ্টা দুটি পক্ষের মধ্যে ‘টেঁটাযুদ্ধ’ হয়। এতে আহত ফালান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।