Published : 15 Oct 2023, 07:46 PM
ঘাট ভেঙে যাওয়ায় চালুর ২৪ দিনের মাথায় কুড়িগ্রামের চিলমারী-রৌমারী পথে ফেরি বন্ধ হয়ে গেছে; এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী পণ্যবাহী যানবাহনের চালকরা।
শনিবার রৌমারী ঘাটের পন্টুনের র্যাম (ফেরিতে উঠা-নামার পথ) থেকে মাটি সরে গিয়ে ঘাট ভেঙে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান।
তিনি বলেন, “ঘাটের মাটি ভেঙে যাওয়ায় আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
“আশা করছি, সোমবারের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদ দিয়ে চিলমারী নৌ বন্দরে ফেরি চালু হয়। এর উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ পথে ‘কুঞ্জলতা’ ও ‘বেগম সুফিয়া কামাল’ দুটি ফেরি দিয়ে পণ্যবাহী যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। শনিবার বিকালে ফেরি বেগম সুফিয়া কামাল রৌমারী ঘাটে পৌঁছায়। তখন ফেরি থেকে দুটি পণ্যবাহী ট্রাক নামে। এরপরই পন্টুনের র্যামের নিচ থেকে মাটি সরে গিয়ে ঘাটটি ভেঙে যায়।
এর ফলে বাকি পরিবহন আর ফেরি থেকে নামতে পারেনি, আটকে পড়েছে। তখন থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
সরজমিনে বিকালে চিলমারী নৌ বন্দরে গিয়ে দেখা গেছে, ফেরি বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের বিপাকে পড়েছেন পণ্যবাহী পরিবহনের যাত্রীরা। ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে অর্ধশতাধিক পণ্যবাহী পরিবহনকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে শনিবার বিকালে পাথর নিয়ে চিলমারীর রমনা ঘাটে এসেছেন চালক জাহিদ হাসান। সে থেকে তিনি অপেক্ষায় আছেন ঘাট পার হওয়ার। কিন্তু ফেরি না থাকায় তাকে অলস বসে থাকতে হচ্ছে।
তিনি বলছিলেন, “এর আগে যখন এসেছিলাম তখনও দুর্ভোগে পড়েছিলাম। এবারও দুর্ভোগে পড়তে হল। এরকম হলে তো পরবর্তীতে আর আমরা এ পথে আসব না।”
লালমনিরহাট থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালক মমিনুল ইসলাম বলেন, “এ পথ পণ্য নিয়ে যাওয়া-আসার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। দিন দিন এই গাড়ির সংখ্যা বাড়ছিল। কিন্তু কিছু অবহেলার কারণে আজকে দুর্ভোগের স্বীকার হতে হল।”
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “রৌমারী ঘাটে পন্টুনের র্যামের নিচে মাটি সরে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। দ্রুতই ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে। অনাকাঙ্ক্ষিত এ বিড়ম্বনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”