Published : 19 Feb 2023, 05:06 PM
লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনের তিনটি মামলায় প্রত্যেকটিতে দুই জঙ্গির ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।
রোববার লালমনিরহাট জেলা ও দায়রা জজ বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত দুজন হলেন মো. রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হোসেন। তিনটি মামলার সাজাই একসঙ্গে শুরু হবে বলে তাদের মোট দণ্ড ভোগ করতে হবে ১৪ বছর।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২৯ অগাস্ট লালমনিরহাট ডিবি পুলিশ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় আসামি রাকিবুল ইসলাম রাকিবের বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালে রাকিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, জিহাদি বইসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অসংখ্য তথ্য সম্বলিত বই জব্দ করা হয়। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণও মেলে।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকমল হোসেন জানান, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পুলিশ।
তদন্তের পর্যায়ে মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না, জামাল উদ্দীন, নাহিদ হাসান ও মো. মেহেদীকে আটক করা হয়।
পিপি আকমল জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১) ঈ ৬(২) ধারায় তাদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা; ১০ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা এবং ১৩ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা করা হয়।
রায়ে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন মো. মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না (পলাতক), জামাল উদ্দীন ও মো. মেহেদী।
পিপি মো. আকমল হোসেন বলেন, সাজাপ্রাপ্তদের তিনটি মামলার সাজা একই সঙ্গে শুরু হবে। তাই তাদের মোট কারাভোগ করতে হবে ১৪ বছর।