Published : 19 Apr 2023, 11:35 PM
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কিশোর প্রাণ হারিয়েছে।
বুধবার সন্ধ্যায় দক্ষিণ মাইজপাড়ায় এই ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান।
নিহত সুমন মিয়া (১৫) উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মন্নাছের ছেলে।
ওসি টিপু সুলতান বলেন, “৭/৮ মাস ধরে ভারতীয় বন্যহাতির দল সীমান্ত পেরিয়ে এসে ফসলি জমি ও ঘরবাড়িতে আক্রমণ করে যাচ্ছে। আজকেও এই আক্রমণের ঘটনা ঘটলে স্থানীয়রা দলবেঁধে হাতির দল তাড়াতে ধাওয়া দেয়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয় কিশোর সুমন মিয়া।”