Published : 19 Jul 2023, 07:37 PM
খুলনার কয়রা উপজেলা থেকে হরিণের ৫৩ কেজি মাংস জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারকারীরা পালিয়ে যান বলে দাবি পুলিশের।
বুধবার ভোরে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের কিনারে অভিযান চালানো হয় বলে কয়রা থানার ওসি এ বি এম এস দোহা জানান।
তিনি বলেন, “খবর পেয়ে ভোরের দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে খালের পাড়ে কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের বস্তায় করে হরিণের মাংস নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে খালে ঝাঁপিয়ে পালিয়ে যান।
“পরে খালের পাড়ে ফেলে যাওয়া তিনটি বস্তার ভেতর থেকে হরিণের ৫৩ কেজি মাংস পাওয়া যায়।”
তিনি আরও বলে, “আইনি প্রক্রিয়া শেষে হরিণের মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।”
অন্যদিকে ওই উপজেলার কাশিরহাটখোলা এলাকা থেকে সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে শিকার করা ৩১০ কেজি চিংড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় বিনন্দ বৈদ্যকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ওসি বলেন, মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।