Published : 25 Aug 2023, 04:32 PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে প্রাণ হারালেন আরও দুই শ্রমিক। আহত হয়েছেন আরেক শ্রমিক।
শুক্রবার সকাল বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র হলের ১২তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে পড়ে তারা মারা যান বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ীর বিগ্রাম ঘণ্টি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭)।
আহত হয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের পণ্ডিতপাড়ার চরঅনুপনগর এলাকার নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল।
ওসি কৃপা সিন্ধু বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবন থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
গুরুতর আহত অবস্থায় অপর দু’জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কিন্তু সেখানে নেওয়ার পথেই আরেকজন মারা যান।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন কয়েকটি ১০-১২ তলা ভবনে কাজ করছেন কয়েকশত শ্রমিক। এসব ভবনের নির্মাণ কাজে এর আগেও একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবন থেকে পড়ে মারা যান হাফিজুর রহমান নামের এক শ্রমিক। ওই বছরেই ২৫ সেপ্টেম্বর একইভাবে নিহত হন নুর আলম নামের আরেক নির্মাণ শ্রমিক। এ ছাড়া বিভিন্ন সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নির্মাণ কাজে একাধিক প্রাণহানি হলেও কর্তৃপক্ষ নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক।