Published : 03 Aug 2023, 07:52 PM
অপরিকল্পিত কাজের কারণে দেশের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেছেন, “পরিবেশের বিরুদ্ধে কাজ হলে আমরা কঠোর ব্যবস্থা নিব। কোনো কাজে পরিবেশ যেন ধ্বংস না হয়। পরিবেশ পরিবর্তনের কারণে এ বছর অনেক গরম পড়েছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গাছ কাটা।”
বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর জেলা প্রশাসন ও বাগেরহাট সামাজিক বনবিভাগের আয়োজনে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগেরহাট সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহমেদ। ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
৭ দিনব্যাপী এ মেলায় ১৬টি স্টল অংশ নেয়। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।