Published : 25 Oct 2023, 07:19 PM
টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়া একটি বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার বিকালে তিনি ব্রিজটি পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, “আমি সড়ক ও যোগাযোগ মন্ত্রাণালয়ে যোগাযোগ করেছি। সড়ক ও জনপথ বিভাগের সাথেও যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এ সড়কে শীঘ্রই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।”
সাবেক এ প্রতিমন্ত্রী আরও বলেন, “২০১৭ সালেও ব্রিজটি একইভাবে ভেঙে পড়েছিল। দ্রুত সময়ে সংস্কার করেছিলাম। এবারও দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার করা হবে।”
পরিদর্শনকালে তারানা হালিমের সঙ্গে ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল কালাম আজাদ (মঈন সিদ্দিকী), দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খ. বজলুর রশিদ পটলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রহুল আমীন খান, দপ্তর সম্পাদক জুয়েল নির্বর, সদস্য মীর মনোয়ার হোসেন।
গত শুক্রবার রাতে টাঙ্গাইল-দেলদুয়ার প্রধান আঞ্চলিক সড়কের দুল্যা নামক স্থানে বেইলি ব্রিজটি বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ে। এতে টাঙ্গাইলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শনিবার দুপুরের পর থেকে ব্রিজটি সংস্কার কাজ শুরু করে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]