Published : 06 Jan 2024, 06:58 PM
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানিয়েছেন।
এর আগে ভোরে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সকাল ৯টার দিকে নান্দাইলের সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়।
এতে ভোট কেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেলেও ‘ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গ্রেপ্তাররা হলেন- গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দপ্তরী ও নৈশ প্রহরী আরিফুল ইসলাম (২৪) ও তার বন্ধু সাব্বির আহমেদ এবং আলাবক্সপুর গ্রামের বাসিন্দা নান্দাইলের মো. মতিউর রহমান উজ্জ্বল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)।
গফরাগাঁও থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, “আরিফুল ও তার বন্ধু সাব্বিরকে মোবাইলে ম্যাসেজ করে ডেকে নেওয়া হয়। পরে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়ার জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকা দেন আরিফকে।
“পরে আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করা হলে তারা পুলিশের কাছে আগুন দেওয়ার কথা স্বীকার করে।”
এদিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় আটকরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে নান্দাইল থানা ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, “দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
“শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”