Published : 04 Jun 2023, 04:32 PM
সিলেটের জৈন্তাপুরে কথা কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক।
নিহত ৬০ বছর বয়সি সাধু পাত্র ওই গ্রামের বাসিন্দা। আটক ছেলের নাম চৈতন্য পাত্র (২২)।
স্থানীয়দের বরাতে ওসি ফারুক জানান, ঘরের বারান্দায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চৈতন্য তার বাবাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন।
এলাকাবাসী গুরুতর অবস্থায় সাধু পাত্রকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার কালেশ্বর চিকনাগুল পাহাড় থেকে নিহতের ছেলে চৈতন্যকে আটক করে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।