Published : 22 Jul 2022, 07:55 PM
গড়াছড়ির পানছড়িতে নদীতে ডুবে এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে।
শুক্রবার চেঙ্গী নদীর সুতকর্মাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত বৈশাখী চাকমা ( ১২) সুতকর্মাপাড়ার ত্রিদীব চাকমা ও সাবিত্রী চাকমার মেয়ে। বৈশাখী চাকমা পানছড়ি বাজারের সানরাইজ কিন্ডারগার্টেনে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।
বৈশাখীর বাবা ত্রিদিব চাকমা জানান, দুপুর ১২টার দিকে তার মেয়েকে অনেকে চেঙ্গী নদীর উত্তর শান্তিপুর এলাকায় হাঁটু পানিতে খেলা করতে দেখেছে। বেশা দুইটা পর্যন্ত বাড়ি ফেরায় খোঁজাখুাঁজ শুরু করেন। দুপুরেও খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
“বেলা সাড়ে ৩টার দিকে পেঁয়াজুপয়েন্ট এলাকায় তার মৃতদেহ উদ্ধার করেন পানছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা।”
পানছড়ি থানার ওসি আনছারুল করিম বলেন, এলাকাবাসীর সচেতনতার অভাবে প্রতি বর্ষা মৌসুমে অনেক শিশুর মৃত্যু হচ্ছে। এটি দুঃখজনক। এজন্য এলাকায় সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে।