ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 08 Jul 2024, 10:35 PM
পূর্বে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত এবং শাস্তি ভোগ করা এক রেফারিকে আসছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমি-ফাইনালে দায়িত্ব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে উয়েফা। বিতর্কিত ওই ম্যাচ অফিসিয়ালের সততা নিয়ে এর আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে আগামী বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ডর্টমুন্ডের এই ম্যাচ পরিচালনার দায়িত্ব ফেলিক্স সয়ারকে দিয়েছে উয়েফা।
২০০৫ সালের এক তদন্তে পাওয়া যায়, ২০০৪ সালের মে মাসের এক ম্যাচে ভার্ডার ব্রেমেন অ্যামেচারের বিপক্ষে আরেক জার্মান ক্লাব এসভি ভুপাটার পক্ষে রায় দেওয়ার জন্য আরেক অফিসিয়াল রবার্ট হয়জারের থেকে ৩০০ ইউরো ঘুষ নিয়েছিলেন সয়ার। এজন্য ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
২০২১ সালে বুন্ডেসলিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে বরুসিয়া ডর্টমুন্ডের হারের পর পুরনো সেই ঘটনার প্রসঙ্গ টেনেছিলেন বেলিংহ্যাম। ওই সময় বরুশিয়ার হয়ে খেলতেন তিনি।
“এই ম্যাচের অনেক সিদ্ধান্তের দিকেই আপনি দৃষ্টি দিতে পারেন। আপনারা এমন এক রেফারিকে দায়িত্ব দিয়েছেন, যিনি পূর্বে ম্যাচ পাতিয়েছেন, জার্মানির (বুন্ডেসলিগায়) সবচেয়ে বড় ম্যাচে, তাহলে আপনি কী প্রত্যাশা করতে পারেন?”
সেই ম্যাচে ডর্টমুন্ডের দাবি ছিল, তাদেরকে একটি পেনাল্টি দেওয়া হয়নি, উল্টো তাদের বিপক্ষে বায়ার্নকে একটি পেনাল্টি দেওয়া হয়েছিল। ওই মন্তব্যের জন্য ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল বেলিংহ্যামকে।
চলতি ইউরোয় গত মঙ্গলবার শেষ ষোলোয় রোমানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩-০ গোলে জয়ের ম্যাচে দায়িত্বে ছিলেন ৪৩ বছর বয়সী জার্মান রেফারি সয়ার। তাকে সেমি-ফাইনালের ম্যাচে নিয়োগ দেওয়ার বিষয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের অভিমত জানতে যোগাযোগ করেছিল ইএসপিএন; কিন্তু কোনো মন্তব্য করেনি এফএ।
ইংলিশ ডিফেন্ডার লুক শ অবশ্য এতে কোনো সমস্যা দেখছেন। কোনোরকম যড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন না তিনি।
“আমরা শুধু আমাদের ম্যাচে মনোযোগ দিচ্ছি; কোন রেফারি থাকবে বা তাতে কী হবে সে সব নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের কাছে, এটা তেমন কিছু নয়।”