ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 22 Jun 2024, 08:08 AM
স্কোরলাইনে নেই ইতালির বিপক্ষে লড়াইয়ে স্পেনের আধিপত্যের ছাপ। কিন্তু তাতে কী? ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি দলের হেড অব ডেলিগেশনের দায়িত্বে থাকা জানলুইজি বুফ্ফন মাঠে বসেই দেখেছেন তার উত্তরসূরিদের বিপক্ষে স্প্যানিশদের দাপুটে ফুটবল। সেই দেখা থেকে কিংবদন্তি এই সাবেক গোলকিপার স্পেনের প্রশংসায় পঞ্চমুখ।
জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে গত বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে শিরোপাধারী ইতালিকে হারায় স্পেন। ম্যাচের ভাগ্য গড়ে দেয় রিকার্দো কালাফিওরির আত্মঘাতী গোল।
ব্যবধান ন্যূনতম হলেও মাঠের চিত্র ছিল পুরোই ভিন্ন। ম্যাচের কোনোসময়ই ইতালি সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বুফ্ফন তাই স্পেনকে প্রাপ্য কৃতিত্ব দিতে কার্পণ্য করলেন না একটুও।
“স্পেনকে অনেক কৃতিত্ব দিতেই হবে। যেভাবে তারা খেলেছে, সারাক্ষণ যে খেলোয়াড়েরা অসংখ্য সুযোগ তৈরি করেছে এবং কখনই প্রতিপক্ষকে স্বস্তিতে শ্বাস নেওয়ার সুযোগই দেয়নি- আমি তাদের খেলায় মুগ্ধ। ভালো বিষয় হচ্ছে, আমরা মাত্র ১-০ গোলে হেরেছি।”
ম্যাচজুড়ে ইতালির পোস্টের নিচে পাহাড়সমান দৃঢ়তা নিয়ে ছিলেন জানলুইজি দোন্নারুম্মা। অন্তত ৮টি সেভ করেছেন তিনি। আত্মঘাতী গোলে পরাস্ত না হলে উত্তরসূরিকে ‘দশে ১০’ দিতেন বুফ্ফন।
“যদি সে একটা গোল হজম না করত, তাহলে সে দশে ১০ পেত। সে স্পেনের সব শটই আটকাল এবং সত্যিকার অর্থেই দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিল।”
আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করার পর বুফ্ফনের মনে হয়েছিল ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ইতালি। স্পেন ম্যাচ তার ভাবনাই বদলে দিয়েছে।
“সম্ভবত আমরা ভালো-খারাপের মাঝামাঝি অবস্থানে আছি এবং আগামী সোমবার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের নিজেদের মানে ফিরতে হবে।”