Published : 26 Dec 2022, 06:19 PM
প্রথম পর্বে টানা তিন জয়ের পর সেমি-ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ শিরোপা লড়াইয়ে পড়ল প্রবল চ্যালেঞ্জের মুখে। টানা দুই সেট হেরে পিছিয়েও পড়ে তারা। তবে শেষ দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে চ্যাম্পিয়ন হলো স্বাগতিকরা।
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ফাইনালে প্রথম সেটে হারের পর টানা দুই সেট জিতে শিরোপার আশা জাগায় কিরগিজস্তান। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে পরে আর পেরে ওঠেনি তারা। ৩-২ সেটে জিতে শিরোপা উল্লাসে মাতে দল।
প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয়ের পর বাংলাদেশ হেরে যায় পরের দুই সেট; ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে। ধাক্কা কাটিয়ে চতুর্থ সেটে তারা ২৫-১৯ পয়েন্টে জিতে লড়াইয়ে সমতা টানে। পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে ট্রফি উঁচিয়ে ধরে বাংলাদেশ।
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শেখ ইসমাইল হোসেন। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন কিরগিজস্তানের জিয়ানবেক উলু।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারায় শ্রীলংকা।