দাবা অলিম্পিয়াড
Published : 22 Sep 2024, 02:40 PM
দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে দারুণ চমক দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ১৪ বছর বয়সী এই দাবাড়ু।
হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে শনিবার দশম রাউন্ডের খেলায় ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে হারান মনন।
এই নিয়ে আসরে চতুর্থ জয় পেলেন মনন।
এই রাউন্ডের আগে শিরোনামে আসেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান তিনি।
রাজীব না খেললেও দলগত বিভাগে বাকি তিন জন অংশ নেন। সেখানে মনন জিতলেও হেরে যান ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
রাজীব না খেলায় জয়ী হন ইসরায়েলের প্রতিযোগীরা। ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৩-১ ব্যবধানে।