স্প্যানিশ ফুটবল
Published : 07 May 2024, 09:42 PM
গেতাফেতে ম্যাসন গ্রিনউড যেভাবে পারফর্ম করছেন, তাতে ক্লাব সংশ্লিষ্ট সবাই অনেক খুশি। এই ইংলিশ ফরোয়ার্ড আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবেন না বলে মনে করেন গেতাফে সভাপতি আনহেল তরেস। তার আশা, আরও এক মৌসুম তাদের সঙ্গেই থাকবেন গ্রিনউড।
গত সেপ্টেম্বরে ইউনাইটেড থেকে চলতি মৌসুমের জন্য ধারে গেতাফেতে যোগ দেন গ্রিনউড। বান্ধবীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পরে অবশ্য অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে আর ইউনাইটেডের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
গেতাফের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১০টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। রেডিও মার্কার সঙ্গে আলাপচারিতায় গেতাফে সভাপতি তরেস বলেন, পরের মৌসুমে গ্রিনউড স্পেনেই রয়ে যাবেন বলে বিশ্বাস তার।
“বিষয়টি খেলোয়াড়, তার বাবা-মা ও ক্লাবের (গেতাফে) ওপর নির্ভর করছে। আমি মনে করি, সে আরও এক বছর এখানে থাকবে। আমাদের ক্রীড়া পরিচালক কিছু ম্যাচ দেখতে ইংল্যান্ডে গিয়েছিলেন, ম্যানচেস্টার (ইউনাইটেড) থেকে গত সপ্তাহে আমাদের কাছে যে খবর এসেছে, কোনো ভালো প্রস্তাব পেলে তারা (গ্রিনউডকে) বিক্রি করে দেবে কারণ, সেখানে (ম্যানচেস্টারে) ফিরে যাবে না সে।”
“আমাদের জুনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খেলোয়াড় ও তার পরিবার এখানে আমাদের সমর্থকদের সঙ্গে খুব স্বস্তিতে ও সুখে আছে। যখন সে এখানে এসেছিল, তার আগের ১৬ মাস ধরে সে খেলার বাইরে ছিল। সে তার ফর্ম ফিরে পেয়েছে, লিগে আটটি ও কোপা দেল রেতে দুটি গোল করেছে। সমর্থক এবং কোচ তাকে নিয়ে খুব খুশি। আমি মনে করি, সে আরও এক মৌসুম অথবা অন্তত জানুয়ারি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। সে দারুণ ফুটবলার।”
ইউনাইটেডের নতুন মালিক স্যার জিম র্যাটক্লিফ গত মাসে বলেছিলেন, গ্রিনউডের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন-এর খবর, আসছে গ্রীষ্মে পাকাপাকিভাবে এই ফুটবলারের ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার সম্ভাবনাই বেশি।