দাবা অলিম্পিয়াড
Published : 22 Sep 2024, 10:33 PM
দাবা অলিম্পিয়াডে দুই বিভাগেই সাদামাটা ফল পেয়েছে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে ১৯৭ দেশের মধ্যে ৭৮তম, নারীদের বিভাগে ১৮৩ দেশের মধ্যে হয়েছে ৮১তম।
হাঙ্গেরির বুদাপেস্টে হওয়া এই প্রতিযোগিতায় দুই বিভাগেই বাজিমাত করেছে ভারত। উন্মুক্ত বিভাগে ১০ জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ও মেয়েদের বিভাগে ৯ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে তারা।
উন্মুক্ত বিভাগে ১১ রাউন্ডের মধ্যে ৫ জয় ও দুই ড্রয়ে ১২ পয়েন্টে পেয়েছে বাংলাদেশ। নারী বিভাগে ৫ জয় ও এক ড্রয়ে ১১ পয়েন্ট পায় দল।
দলগতভাবে নজর কাড়তে না পারলেও এবারের আসরে ঠিকই শিরোনামে আসে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে দশম রাউন্ডে ইসরায়েলের প্রতিপক্ষের বিপক্ষে খেলা বয়কট করেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
রাজীব না খেললেও ইসরায়েলের বিপক্ষে খেলেন দলের বাকি তিন জন। এদের মধ্যে ১৪ বছর বয়সী মনন রেজা নীড় হারিয়ে দেন ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে।