টেনিস
Published : 28 Nov 2024, 10:48 PM
ক্যারিয়ারে সবকিছু ঠিকঠাকই চলছিল ইগা শিয়াওতেকের। এর মাঝেই আচমকা এক ধাক্কা খেলেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান ও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ডোপিং টেস্টে পজিটিভ হয়ে নিষেধাজ্ঞার শাস্তি পেলেন এই নারী টেনিস তারকা।
টুর্নামেন্টের বাইরে থাকাকালীন গত অগাস্টে নেওয়া তার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন (পিএমজেড) পাওয়া গেছে। ওই সময়ে ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ২৩ বছর বয়সী পোলিশ তারকা।
এজন্য তাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়ার কথা বৃহস্পতিবার জানায় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
শাস্তি অবশ্য আরও কঠিন হতে পারত। এক্ষেত্রে ভাগ্য ভালো বলতে হবে শিয়াওতেকের। তার চিকিৎসায় নেওয়া ঔষধে ওই নিষিদ্ধ উপাদান ছিল বলে নিশ্চিত হয়েছে আইটিআইএ।
পোল্যান্ডে প্রস্তুত ও বিক্রি হওয়া এই ঔষধ জেট ল্যাগ দূর করতে এবং ঘুমের সমস্যার কারণে নিয়েছিলেন শিয়াওতেক। নিজের ভুল বুঝতে পেরে শাস্তি মেনেও নিয়েছেন ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন।
আইটিআইএ-এর বিবৃতিতে বলা হয়েছে, “এই খেলোয়াড় প্রাথমিকভাবে ১২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ছিলেন, তিনটি টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, এরপরই নিষেধাজ্ঞা প্রয়োগ হয়, (শাস্তির) আর আট দিন বাকি আছে।”
এছাড়া গত অগাস্টে অনুষ্ঠিত সিনসিনাটি ওপেনে শিয়াওতেকের জেতা আর্থিক পুরস্কারও বাজেয়াপ্ত হয়েছে। ওই টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছিলেন শিয়াওতেক। ডব্লিউটিএ জানিয়েছে, সেখানে প্রায় এক লাখ ৫৯ হাজার মার্কিন ডলার জিতেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন আরিনা সাবালেঙ্কা।
‘ব্যক্তিগত ও ক্লান্তির’ কারণে গত সেপ্টেম্বরে এশিয়ায় অনুষ্ঠিত একাধিক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া শিয়াওতেক ডোপ পরীক্ষায় ধরা পড়াটাকে জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা বলছেন।
“আমাকে ও আমার দলকে (গত আড়াই মাসে) প্রবল চাপ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সবকিছু পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং ছাড়পত্র নিয়ে আমি খেলায় ফিরতে পারি, যেটাকে আমি সবচেয়ে ভালোবাসি।”