Published : 25 Dec 2022, 09:50 PM
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলের সেমি-ফাইনালে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। সরাসরি সেটে নেপালকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এশিয়ান সেন্ট্রাল জোনের এই প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ।
ফাইনালে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান। একই দিন প্রথম সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে হারিয়েছে দলটি।
রোববার নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-১৫ পয়েন্টে সহজে জিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। হেরে যায় ২৫-২২ পয়েন্টে। আর তৃতীয় সেটে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা, জেতে ২৫-১৩ পয়েন্টে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের সুজন।
শ্রীলঙ্কাকে টানা তিন সেটে যথাক্রমে ২৯-২৭, ২৫-২১ ও ২৫-২০ পয়েন্টে হারায় কিরগিজস্তান। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বিজয়ী দলের জোগাজিহান।