Published : 14 May 2024, 10:13 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পথচলা শেষ হচ্ছে রাফায়েল ভারানের। চলতি মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি ছেড়ে যাবেন ফরাসি এই ডিফেন্ডার।
৩১ বছর বয়সী ভারানের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানার কথা মঙ্গলবার বিবৃতিতে জানায় ইউনাইটেড।
২০২১ সালে চার কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে রেয়াল মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দেন ভারানে। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। দুটি গোল আছে তার নামের পাশে।
গত মৌসুমে এরিক টেন হাগের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভারানে। দলটির লিগ কাপ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। সেবার প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল ইউনাইটেড।
তবে এবার সময়টা মোটেও ভালো কাটছে না তার, ভোগাচ্ছে চোট। দলে একেবারেই নিয়মিত হতে পারছেন। গত ৪ এপ্রিল চেলসির বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে সবশেষ খেলেছেন তিনি। এরপর থেকে লড়ছেন পেশির চোট থেকে সেরে উঠতে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে ভারানেকে পাওয়ার আশায় আছেন টেন হাগ। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৫ মে, ওয়েম্বলিতে।
চলতি মৌসুমে এফএ কাপ ছাড়া আর কোনো শিরোপার দৌড়ে নেই ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তো তাদের খুব বাজে অবস্থা। ৩৬ ম্যাচে ১৬ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।
তবে ক্লাবটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ভারানে। বিদায় বলার ঘোষণায় তিনি তুলে ধরেন ইংলিশ ক্লাবটি নিয়ে তার আবেগের কথা।
“ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের বলছি, এই বিশেষ ক্লাবের হয়ে খেলে এবং এর জার্সি পরে দারুণ কিছু বছর কেটেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে প্রথমবার যখন ওল্ড ট্র্যাফোর্ডে নেমেছিলাম, সেই আবহ ছিল অসাধারণ। তখনই এই ক্লাব ও সমর্থকদের প্রেমে পড়ে যাই। এই ক্লাব কী প্রতিনিধিত্ব করে, তা বোঝার জন্য আপনাকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে হবে।”
“যদিও আমাদের কঠিন একটি মৌসুম কেটেছে, তবুও আমি এই দলের ভবিষ্যত নিয়ে খুবই ইতিবাচক। নতুন মালিক স্বচ্ছ এক পরিকল্পনা ও দুর্দান্ত কৌশল নিয়ে এসেছেন। মৌসুমের শেষ হোম ম্যাচে বিদায় জানাতে ওল্ড ট্র্যাফোর্ডে দেখা হবে। নিশ্চিতভাবেই দিনটা আমার জন্য আবেগময় হতে যাচ্ছে।”
রেয়াল মাদ্রিদে ১০ বছরের পথচলায় সম্ভাব্য সব বড় শিরোপাই জিতেছেন ভারানে। চারবার স্বাদ পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। অভিজ্ঞ এই ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ ছিল ইউনাইটেডের। কিন্তু তারা সে পথে হাঁটেনি।
শোনা যাচ্ছে, সৌদি আরবের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেন ভারানে। অথবা ফিরতে পারেন তার পুরোনো ক্লাব লঁসে।
প্রিমিয়ার লিগে দুই রাউন্ড বাকি আছে ইউনাইটেডের। বুধবার ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। তিন দিন পর খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে।