আন্তর্জাতিক ফুটবল
Published : 23 May 2025, 06:38 PM
সদ্য ইউরোপা লিগের ফাইনালে খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের কোনো খেলোয়াড় ডাক পাননি ইংল্যান্ডের আগামী মাসের দুই ম্যাচের স্কোয়াডে। সেখানে নেই ম্যানচেস্টার সিটির কোনো ফুটবলারও। সৌদি আরবের ক্লাব আল-আহলির হয়ে দারুণ মৌসুম কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন স্ট্রাইকার ইভান টনি।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা এবং সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৬ সদস্যের দল দিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
২০২৪ ইউরোর ফাইনালের পর আর ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি টনি। সৌদি প্রো লিগের দল আল-আহলির জার্সিতে এই মৌসুমে ৪২ ম্যাচে ২৮ গোল করে টুখেলের নজর কাড়েন ২৯ বছর বয়সী ফুটবলার।
আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী চেলসি, বায়ার্ন মিউনিখ, রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ থেকে আট জন খেলোয়াড়কে দলে ডেকেছেন টুখেল। রেয়াল মাদ্রিদ থেকে আছেন জুড বেলিংহ্যাম, ক্লাব বিশ্বকাপের পর যিনি কাঁধে অস্ত্রোপচার করাবেন।
ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ব্যস্ত সূচিতে তাকে দলে বিবেচনা না করার জন্য অনুরোধ করেছিলেন। তাই রাখা হয়নি তাকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যাস্টন ভিলায় ধারে থাকা ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড ও ওল্ড ট্রাফোর্ডের দলটির ডিফেন্ডার হ্যারি মাগুইয়ার বাদ পড়েছেন।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দুই ক্লাব ইউনাইটেড ও সিটির কোনো খেলোয়াড়ের টুখেলের দলে না থাকাটা অবাক করাই বটে। যদিও এই মৌসুমটা ম্যানচেস্টারের দুই ক্লাবের জন্য মোটেও ভালো কাটছে না।
এক অর্থে ইংল্যান্ড জাতীয় দলে সিটির প্রতিনিধি ধরা যেতে পারে কাইল ওয়াকারকে। ইংলিশ ক্লাবটি থেকে বর্তমানে এসি মিলানে ধারে খেলছেন এই ডিফেন্ডার।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২৫ বছর বয়সী ডিফেন্ডার ট্রেভো চালোবাহ।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৭ জুন বার্সেলোনায় এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে ফিফা র্যাঙ্কিংয়ের ১৭৩ নম্বর দল অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। আর ১০ জুন নটিংহ্যাম ফরেস্টের সিটি গ্রাউন্ডে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রে নতুন আঙ্গিকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ শুরু হবে ১৪ জুন।