কাবাডি
Published : 31 May 2025, 09:00 PM
গ্রুপ পর্বের মতো ফাইনালেও বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। সার্ভিসেস কাবাডি লিগে (জুনিয়র) হলো অপরাজিত চ্যাম্পিয়ন।
পল্টনের কাবাডি স্টেডিয়ামে শনিবার পুলিশকে ৪১-২৫ পয়েন্টে হারায় সেনাবাহিনী। গ্রুপ পর্বের দেখায় তাদের বিপক্ষে ৪৫-২৭ ব্যবধানে জিতেছিল চ্যাম্পিয়নরা।
শিরোপা লড়াইয়ে শুরু থেকে আধিপত্য করে ১১ পয়েন্টে এগিয়ে (২৩-১২) থেকে বিরতিতে যায় সেনাবাহিনী। দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রেখে দাপুটে জয় তুলে নেয় তারা।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মেহেদী। টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের রবি, সেরা ক্যাচার সেনাবাহিনীর আকাশ ও সেরা খেলোয়াড় সেনাবাহিনীর ইব্রাহিম।
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এই ছয় দল অংশ নেয় এবারের আসরে।