Published : 18 Jun 2023, 02:44 AM
ক্লাব ফুটবলের ব্যস্ত-দীর্ঘ মৌসুম শেষে জাতীয় দলের হয়ে নিজেদের সেরা রূপে মেলে ধরতে পারলেন না রোনালদো-ফের্নান্দেসরা। তবে বসনিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিয়েছে পর্তুগাল।
ইউরো বাছাইয়ে শনিবার ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ব্রুনো ফের্নান্দেস।
আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে তারা।
লিসবনে প্রথম ২০ মিনিটের এলোমেলো ফুটবলের পর আচমকা গোল খেতে বসেছিল স্বাগতিকরা। ডান দিক থেকে দূরের পোস্টে বিপজ্জনক ক্রস বাড়ান বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচ, ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাওয়া বল শেষ মুহূর্তে কোনোমতে ফেরান গোলরক্ষক দিয়েগো কস্তা।
২৪তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে জালে বল পাঠান রোনালদো। তবে পরিষ্কার অফসাইডে ছিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
৩৬তম মিনিটে রোনালদো ও জোয়াও ফেলিক্সের ভালো একটি আক্রমণ শাণায় পর্তুগাল। ডি-বক্সে তারকা সতীর্থের ব্যাকহিলে বল পেয়ে জোরাল শট নেন তরুণ ফেলিক্স, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। অবশ্য ক্রসবার ঘেঁষে বল হয়তো বাইরেই যেত।
৪৪তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। মাঝমাঠে রোনালদো দুজনের কড়া চ্যালেঞ্জ সামলে খুঁজে নেন ব্রুনো ফের্নান্দেসকে। আর তিনি থ্রু বল বাড়ান বের্নার্দো সিলভাকে। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় দারুণ চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী মিডফিল্ডার।
বিরতির পরও টানা আক্রমণে চাপ ধরে রাখে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা; কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা।
৭৭তম মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা মেলে। ডান দিক থেকে রুবেন নেভেসের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল ঠিকানায় পাঠান ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফের্নান্দেস। বসনিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যায়।
৮৯তম মিনিটে জোরাল শটে দিয়েগো কস্তার পরীক্ষা নেন বসনিয়ার সাইদ হামুলিচ। দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কস্তা।
চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান ফের্নান্দেস।
এবারের বাছাইয়ে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পর্তুগাল। তিন ম্যাচে তারা গোল করল ১৩টি।
গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্লোভাকিয়া। আর লিখটেনস্টাইনের বিপক্ষে ২-০ গোলে জয়ী লুক্সেমবার্গ ৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।