Published : 18 Jun 2023, 07:21 PM
জাতীয় ভারোত্তোলনে আবারও সাফল্যের হাসি হাসলেন মাবিয়া আক্তার সীমান্ত। ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে রেকর্ড গড়ে সেরা হয়েছেন এসএ গেমসে দুটি সোনা জয়ী এই ভারোত্তোলক।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে রোববার স্ন্যাচ (৮১) ও ক্লিন অ্যান্ড জার্ক (৯৯) মিলিয়ে ১৮০ কেজি উত্তোলন করে সোনা জেতেন বাংলাদেশ আনসার ও ভিডিপির হয়ে খেলা মাবিয়া।
এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর গিনী রানী দ্বিতীয় হয়েছেন মাবিয়ার চেয়ে ৪৪ কেজি কম তুলে। বাংলাদেশ জেলের হয়ে খেলা পুলুমা মার্মা ১২৮ কেজি উত্তোলন করে হয়েছেন তৃতীয়।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আর কোনো রেকর্ড হয়নি। মেয়েদের ৫৯ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া ১৫৬ কেজি তুলে প্রথম হয়েছেন। আনসার ও ভিডিপির ফাহিমা আক্তার ময়না ১৫০ কেজি তুলে দ্বিতীয় ও আজাহার একাডেমির ফারজানা আক্তার ১০৬ কেজি তুলে হয়েছেন তৃতীয়।
ছেলেদের বিভাগে নিষ্পত্তি হওয়া তিন ইভেন্টের দুটিতে সেরা হয়েছেন আনসার ও ভিডিপির ভারোত্তোলকরা। ৬৭ কেজি ওজন শ্রেণিতে বাকী বিল্লাহ স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৩৩ কেজি তুলে প্রথম হন। ৭৩ কেজি ওজন শ্রেণিতে শেখ নাইম হোসেন সেরা হয়েছেন সব মিলিয়ে ২৬০ কেজি উত্তোলন করে।
৮১ কেজি ওজন শ্রেণিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সোহাগ মিয়া স্ন্যাচে ১১১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ১৪৫ কেজি মিলিয়ে ২৫৬ কেজি তুলে প্রথম হন।