Published : 26 Jul 2017, 06:03 PM
হাঙ্গেরির বুদাপেস্টে বুধবার ৫২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে পাঁচ নম্বর হিটে ১০ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় হন সাগর। সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ১১৩ জন প্রতিযোগীর মধ্যে হন ৭০তম।
হিট পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা ১৬ জনের শেষ জনের টাইমিং ৪৮ দশমিক ৮০ সেকেন্ড।
গত সোমবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিট থেকে ছিটকে পড়েন বাংলাদেশের আরেক সাঁতারু জুয়েল আহমেদ। ১ মিনিট ৩ দশমিক ৫৫ সেকেন্ডে সময় নিয়ে হিটে অংশ নেওয়া মোট ৪৬ সাঁতারুর মধ্যে ৪৫তম হন তিনি।