Published : 12 Feb 2018, 07:50 PM
বাংলাদেশ কুস্তি ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে হওয়া প্রতিযোগিতায় ৪টি করে স্বর্ণ ও রৌপ্যসহ মোট ৮টি পদক জিতে পুরুষ বিভাগে সেরা হয় বিজিবি।
এই বিভাগে রানার্সআপ হওয়া আনসার জিতেছে ৩টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া আনসারের অ্যাথলেটরা জিতেছেন ৪টি করে স্বর্ণ ও রৌপ্য মিলিয়ে ৮টি পদক। এই বিভাগের রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক।