Published : 15 Nov 2018, 03:31 PM
রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনা দলে মেসির সঙ্গে শুরুর একাদশে ছিলেন মালকম। ঘরের মাঠ কাম্প নউয়ে লা লিগার ম্যাচটিতে অবশ্য ৪-৩ গোলে হার মানতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচে জোড়া গোল করেন মেসি।
৪ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে গত জুলাইয়ে কাম্প নউয়ে পা রাখা মালকম সব ধরনের প্রতিযোগিতা মিলে এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পেয়েছেন। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বল্প সময়েই পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান এই তরুণ।
“ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে টানেলে তিনি আমাকে বলেছিলেন, মাঠে যখনই তিনি বল পান, তিনি আমাকে খুঁজে নেবেন। আর তিনি তা করেন কারণ তিনি একজন ফুটবল এলিয়েন।”
“তিনি সবসময় দলের জন্য সেরাটাই চান। এজন্যই তিনি অধিনায়ক। আর তিনি এমন একজন যিনি নিজেদের সেরাটা দিতে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারেন।”
“আমার কাছে, তিনি বিশ্বের সেরা খেলোয়াড়।।”
মেসির কাছ থেকে যতটা সম্ভব শিখতে চান ২১ বছর বয়সী এই ফুটবলার।
“শুধু তার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে, আমি অনেক কিছু শিখছি। আমি এই সুযোগের সর্বোচ্চ সুবিধা নিতে চাই।”