Published : 13 Mar 2019, 09:11 PM
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে বুধবার প্রতিযোগিতার শেষ দিনে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ০৩ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন জুনাইনা আহমেদ। ২০১৬ সালে নাজমা খাতুনের গড়া রেকর্ড (১ মিনিট ০৫ দশমিক ২৮ সেকেন্ড) ভেঙেছেন ইংল্যান্ড প্রবাসী এই সাঁতারু। ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৩ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মাহফিজুর রহমান সাগর।
৮০০ মিটার ফ্রিস্টাইলে ১০ মিনিট ০৭ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে নাজমার গড়া আরেকটি রেকর্ডও (১০ মিনিট ৩৯ দশমিক ০৭ সেকেন্ড) নিজের করে নিয়েছেন জুনাইনা। মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ৩৯ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে রুমানা আক্তারের গড়া ২ মিনিট ৪৩ দশমিক ৭০ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন তিনি।
৪০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়া জুনাইনা তৃতীয় দিনে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৩৪ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে রুমানার গড়া রেকর্ড (২ মিনিট ৪১ দশমিক ০৩ সেকেন্ড) ভাঙেন। ৪ মিনিট ৫৩ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার ফ্রিস্টাইলে নাজমার রেকর্ড (৫ মিনিট ০৭ দশমিক ১০ সেকেন্ড) নিজের করে নেন জুনাইনা। এছাড়া মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রেকর্ড গড়ে সেরা হন তিনি।
৪০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়া জুয়েল গত মঙ্গলবার প্রতিযোগিতার তৃতীয় দিনে আরও দুটি রেকর্ড গড়েন। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১১ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর এই সাঁতারু ২০০৪ সালে নৌবাহিনীর জুয়েল আহমেদের গড়া ২ মিনিট ১২ দশমিক ১২ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকেও ২৮ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন জুয়েল।
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২০০৪ সালে রুবেল রানার গড়া ২ মিনিট ১৫ দশমিক ১৭ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন আরিফুল। নৌবাহিনীর এই সাঁতারু সময় নেন ২ মিনিট ১৪ দশমিক ৭৪ সেকেন্ড।
ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৭ মিনিট ৩০ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে ফয়সাল আহমেদ সেরা হয়েছেন। ছেলেদের ১০০ মিটার মিডলে রিলেতে মামুনুর রশিদ-আরিফুল ইসলাম-মাহমুদুন নবী নাহিদ-মাহফিজুর রহমান ৩ মিনিট ৫৯ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। এই ইভেন্টের মেয়েদের বিভাগে সুরাইয়া-শিলা-সোনিয়া-জুনাইনায় গড়া নৌবাহিনী দল সেরা হয়েছেন।
৩২টি সোনা, ২০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জসহ ৬৭টি পদক নিয়ে দলীয়ভাবে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। ১০টি সোনা, ১৯টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ মিলিয়ে ৪৬টি পদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী।