Published : 26 Mar 2019, 08:26 PM
বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।
বাহরাইন ও ফিলিস্তিনের কাছে হেরে আগেই বাছাই পেরিয়ে মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। দুই দলের কাছে ১-০ গোলে হেরেছিল দল।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ।
বাহরাইন ও ফিলিস্তিনের বিপক্ষে দারুণ লড়াই করে হারা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে যায় ম্যাচের পঞ্চম মিনিটে। সতীর্থের কর্নারের পর ডি-বক্সের জটলার ভেতর থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন বিপলু আহমেদ।
অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বাঁ দিক দিয়ে ডি-বক্সের ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন টুটুল হোসেন বাদশা।
বাছাইয়ের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ পাবে মূল পর্বের টিকেট। আয়োজক থাইল্যান্ড সরাসরি খেলবে। ‘কে’ গ্রুপে খেলা থাইল্যান্ড গ্রুপ সেরা বা বাছাইয়ে সেরা চার রানার্সআপের মধ্যে থাকলে পঞ্চম সেরা রানার্সআপ পাবে মূল পর্বের টিকেট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো বার্তার মাধ্যমে দলের খেলা নিয়ে সন্তুষ্টি জানান কোচ ডে।
“জয় দিয়ে ছেলেরা বাছাই শেষ করায় আমি খুশি। দ্বিতীয়ার্ধে খেলা নিয়ে কিছুটা হতাশ, তবে শেষটা ইতিবাচক হওয়াতে আমি খুশি।”