Published : 27 Jun 2019, 06:04 PM
২৯ বছর বয়সী এই গোলরক্ষককে কিনতে প্রাথমিকভাবে দুই কোটি ৬০ লাখ ইউরো খরচ হচ্ছে বার্সেলোনার। তবে খরচ আরও ৯০ লাখ বাড়তে পারে বলে বৃহস্পতিবার কাতালান ক্লাবটির বিবৃতিতে জানানো হয়েছে।
ডাচ গোলরক্ষক ইয়াসপের সিলেসেনের শূন্যস্থান পূরণে নেতোকে চুক্তিভুক্ত করল লা লিগা চ্যাম্পিয়নরা। বুধবার সাড়ে তিন কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ভালেন্সিয়ায় যোগ দেন ডাচ গোলরক্ষক সিলেসেন।
চুক্তি অনুযায়ী ২০২২-২৩ মৌসুম পর্যন্ত বার্সেলোনায় খেলবেন নেতো। তার বাইআউট ক্লজ রাখা হয়েছে ২০ কোটি ইউরো।
গত মৌসুমে ভালেন্সিয়ার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচ খেলেন নেতো। লা লিগায় ১০ ম্যাচে জাল অক্ষত রেখে দলকে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করায় এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওযায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেতো।