Published : 25 Jul 2019, 01:07 AM
ঢাকায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে তিনটি সোনা এবং একটি করে রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ৫টি পদক নিয়ে সেরা হয় খুলনা।
বালক বিভাগে প্রথম রানার্সআপ রাজশাহীর অ্যাথলেটরা দুটি সোনা ও তিনটি রুপা জিতে। দ্বিতীয় রানার্সআপ রংপুর জিতে একটি সোনা, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ।
বালিকা বিভাগে ছয়টি সোনা ও দুটি রুপা মিলিয়ে ৬টি পদক নিয়ে সেরা হয়েছে রাজশাহী। একটি সোনা ও দুটি রুপা নিয়ে দিনাজপুর প্রথম রানার্সআপ এবং একটি করে সোনা ও রুপা নিয়ে ময়মনসিংহ দ্বিতীয় রানার্সআপ হয়েছে।