Published : 02 Aug 2019, 10:40 PM
২২ বছর বয়সী এই ফুটবলারকে কিনতে প্রাথমিকভাবে চার কোটি ইউরো খরচ হয়েছে জেনিতের। চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তীতে তা আরও ৫০ লাখ ইউরো বাড়তে পারে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে জেতা জেনিতের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন মালকম।
গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব বোর্দো থেকে বার্সেলোনায় যোগ দিয়ে কাতালান ক্লাবটির হয়ে ২৪ ম্যাচ খেলে চার গোল করেন মালকম।