Published : 07 Aug 2019, 07:38 PM
ক্লাব পর্যায়ে ২১ বছরের ক্যারিয়ারে তিনটি ভিন্ন মহাদেশে খেলেছেন ফোরলান। শুরু করেছিলেন আর্জেন্টিনার ক্লাব ইন্দেপেনদিয়েন্তেতে। পরে খেলেন ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় সব ক্লাবে। ক্যারিয়ারের শেষভাগ কাটিয়েছেন এশিয়াতে। ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ফোরলান।
উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচ খেলা ফোরলানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় ২০১০ বিশ্বকাপ। দলকে টুর্নামেন্টের সেমি-ফাইনালে তুলতে বড় অবদান রেখে হন আসরের সেরা খেলোয়াড়। পাঁচটি গোল করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৬ গোল করা এই তারকা।
বুধবার এক বিবৃতিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে অবসরের ঘোষণা দেন ফোরলান।
“২১ বছর পর পেশাদার ফুটবলার হিসেবে আমি আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলাম।”
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতার পাশাপাশি আতলেতিকোর হয়ে ইউরোপা লিগ জিতেছেন ফোরলান। ২০১১ সালে দেশকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৬ সালে ভারতে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটির হয়ে খেলার পর শেষ খেলেছেন গত বছর হংকং প্রিমিয়ার লিগে। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব মিলে ২৫০টি গোল করেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।