Published : 09 Dec 2019, 02:33 PM
কাঠমান্ডু-পোখারার আসরে আর্চারির রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে দশ ইভেন্টেই সেরা হয় বাংলাদেশ। সব মিলিয়ে দশটি সোনা ও একটি ব্রোঞ্জ এসেছে আর্চারি থেকে।
সোনার পদকের হিসেবে এক আসরে নির্দিষ্ট একটি ইভেন্ট থেকে এর আগে বাংলাদেশকে সেরা সাফল্য এনে দিয়েছিল শুটিং। নিজেদের আঙিনায় ১৯৯৩ সালে হওয়া সেই আসরে ৭টি সোনা জিতেছিল শুটাররা।
এসএ গেমসের এই আসরে বাংলাদেশের রেকর্ড আছে আরও। ১৯৯৫ সালে মাদ্রাজ গেমসে জেতা সর্বোচ্চ সাত সোনা ছিল দেশের বাইরের আসরে সর্বোচ্চ সাফল্যের রেকর্ড। রোববার সকালেই যে রেকর্ড ভেঙে দেন অ্যাথলেটরা। আর সোমবার তারা ছুঁয়েছেন ২০১০ সালে জেতা সর্বোচ্চ ১৮ সোনার রেকর্ড।