Published : 04 Jan 2020, 09:55 PM
প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির সফলতম দল। আগের তিন রাউন্ডে ভালেন্সিয়া, বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ড্র করেছিল মাদ্রিদের ক্লাবটি।
দারুণ এ জয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল।
প্রথমার্ধের লড়াই ছিল অনেকটা রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বনাম গেতাফে। এ সময়ে চারটি দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন বেলজিয়ান কিপার।
লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোলের পর রাফায়েল ভারানের উদযাপন। ম্যাচটি ৩-০ গোলে জিতে রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স
খেলার ধারার বিপরীতে ৩৪তম মিনিটে গোল পেয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে ফেরলঁদ মঁদির ক্রস পাঞ্চ করার চেষ্টায় এগিয়ে গিয়েছিলেন গোলরক্ষক, লাফিয়েছিলেন ভারানে। বল তার মাথা ও গোলরক্ষকের হাত ছুঁয়ে এক ড্রপে জালে জড়ায়।
৪২তম মিনিটে দুরূহ কোণ থেকে করিম বেনজেমার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। বিরতির আগের বাকি সময়ে দারুণ দুটি সুযোগ পেয়েছিল গেতাফে, দুবারই রুখে দেন কোর্তোয়া।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আরেকটি সেটপিসে ব্যবধান দ্বিগুণ করেন ভারানে। ডান দিক থেকে টনি ক্রুসের দারুণ ক্রসে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার।
চার মিনিট পর ম্যাচ শেষের আগমুহূর্তে স্কোরলাইন ৩-০ করেন মদ্রিচ। পাল্টা আক্রমণে মিডফিল্ডার ভালভেরদের নিঃস্বার্থ পাস ডি-বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি ক্রোয়াট মিডফিল্ডার, তবে বল তার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়।
১৯ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট ৪০। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।
অবশ্য দিনের শেষ ম্যাচে এস্পানিওলের মাঠে জিতলে আবারও শীর্ষে ফিরবে এরনেস্তো ভালভেরদের দল।