Published : 08 Mar 2020, 03:46 PM
বুয়েন্স আয়ার্সের লা বোমবোনেরায় শনিবার দিয়াগো মারাদোনার দল হিমনাসিয়াকে ১-০ গোলে হারায় বোকা।
ম্যাচের ৭২তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে ব্যবধান গড়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা তেভেস।
এই জয়ে নিজেদের ৩৪তম লিগ শিরোপা জিতল বোকা জুনিয়র্স। রেকর্ড ৩৬টি শিরোপা চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের।
মৌসুমে ১৭ ম্যাচে ৯ গোল করেন ৩৬ বছর বয়সী তেভেস।