Published : 01 May 2020, 08:37 PM
মার্চে স্থগিত হয়ে যাওয়া স্পেনের শীর্ষ লিগে ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা রিয়াল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে আছে রিয়াল। কাম্প নউয়ে প্রথম এল ক্লাসিকো শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। ফিরতি দেখায় সান্তিয়াগো বের্নাবেউয়ে জিনেদিন জিদানের দল জেতে ২-০ গোলে।
আবার খেলা মাঠে গড়ালে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে রিয়াল লিগ জিতবে বলে দৃঢ় বিশ্বাস ভাসকেসের। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রত্যাশা ব্যক্ত করেন ২৮ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার।
“মাদ্রিদের সকল খেলোয়াড় পেশাদার। কোয়ারেন্টিনের সময়টা আমরা ভালোভাবে কাজে লাগাচ্ছি, অনেক অনুশীলন করছি। আবার যখন আমরা খেলব, আমরা লা লিগা জিতব।”