Published : 02 Apr 2021, 09:02 PM
নারী ফুটবলে খুলনাকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে আনসার ভিডিপি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৭-০ গোলে খুলনাকে উড়িয়ে দিয়েছে তারা। দলের জয়ে থুইনু একই গোল করেছেন ১০টি; লিডা ৩টি গোল করেন। একটি করে গোল মুনকি, রুপা আক্তার, সিরাত সাবরিন ও শিরিন আক্তারের।
অ্যাথলেটিক্স
আর্মি স্টেডিয়ামে হওয়া পুরুষ ম্যারাথনে তিনটি পদকই গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ঘরে। ফরিদ ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন। রুপা জিতেছেন ফিরোজ খান (২ ঘণ্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড)। ব্রোঞ্জপদক পেয়েছেন কামরুল ইসলাম (২ ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড)।
কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনা জেতা ফরিদ, “এ নিয়ে চতুর্থবারের মতো ম্যারাথনে সোনা জিতলাম। আমি অনেক খুশি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। আসলে পরিশ্রমের ফল পেয়েছি। আগামী দিনেও ভালো করতে চাই।”
মেয়েদের হাই জাম্পে সেরা হয়েছেন সেনাবাহিনীর রিতু আকতার। ১.৬৯ মিটার উচ্চতায় লাফিয়েছেন তিনি। দ্বিতীয় হওয়া নৌবাহিনীর উম্মে হাফসা রুমকিও লাফিয়েছেন ১.৬৯ মিটার। তবে ক্রসিংয়ের জন্য সেরা হয়েছেন রিতু।
শুটিং
গুলশান শুটিং কমপ্লেক্সে ৫০ মিটার রাইফেল প্রোন মহিলা জুনিয়র বিভাগে ৫৭৬ স্কোর গড়ে সোনা জিতেন গুলশান শুটিং ক্লাবের আমিরা হামিদ। ১ পয়েন্ট কম নিয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা রুপা ও তৌফিকা সুলতানা রজনী ৫৫৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
১০ মিটার এয়ার রাইফেলে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ইউসুফ আলি (২৫৪.৪) সোনা জিতেছেন। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রিয়াসাতুল ইসলাম (২৫৪.১) রুপা। কমনওয়েলথে পদকজয়ী বাকী (২২২.৮) পেয়েছেন ব্রোঞ্জ।
১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ২৪৫.৭ স্কোর নিয়ে সেরা হয়েছেন নেভি শুটিং ক্লাবের অর্ণব সারার লাদিফ। আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের তামজিদ বিন আলম (২৪৪.৭) রুপা ও সাকিবুল আলম আলামিন (২২৪.৩) ব্রোঞ্জ পেয়েছেন।
সাইক্লিং
হাতিরঝিলে হওয়া সাইক্লিংয়ে পুরুষ বিভাগের ৬০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে সোনা পেয়েছে সেনাবাহিনী। দলটির মিজানুর রহমান, আলমগীর হোসেন, শরিফুল মোল্লা ও হেলাল উদ্দিন সময় নেন ১ ঘণ্টা ৩২ মিনিট ০৫ সেকেন্ড। বাংলাদেশ জেল রুপা এবং চট্টগ্রাম ব্রোঞ্জ পেয়েছে।
পুরুষদের ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগের রাকিবুল ইসলাম (৪৫ মিনিট ৫৯.০৯ সেকেন্ড)। এই ইভেন্টে দিনাজপুরের আদনান রহমান (৪৬ মিনিট ০২.২৫ সেকেন্ড) রুপা ও বর্ডার গার্ড বাংলাদেশের রিপন কুমার বিশ্বাস (৪৬ মিনিট ৫৯.৭৪ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
বডিবিল্ডিং
বডি বিল্ডিংয়ের পুরুষ জুনিয়র ওপেন বিভাগে সোনা জিতেছেন নিউ গোল্ড জিম হেলথ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মোহাম্মদ রেদোয়ান। ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশ বডিবিল্ডিংয়ের হযরত আলী অনিক। মেনস মাস্টার বডিবিল্ডং ওপেন ক্যাটাগরিতে সেরা হয়েছেন আনসারের আবু সাইদ মোল্লা। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার শাহেদ আলী রুপা ও ফিউচার ফিটনেস হেল্থ ক্লাবের জাকির হোসেন খান সজিব ব্রোঞ্জ পেয়েছেন। মেনস ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতা শ্রেণিতে সেরা হয়েছে বাংলাদেশ আনসারের মোহাম্মদ রবিউল ইসলাম। এ ইভেন্টে সাজ্জাদ হোসেন রুপা ও আবু বক্কর ব্রোঞ্জ পেয়েছেন। মেনস ফিজিক ১৭০ সে.মি. উচ্চতা ক্যাটাগরিতে আনসারের সুমন খান ও ১৭৩ সে.মি ক্যাটাগরিতে এমরুল ইসলাম হৃদয় সোনা জিতেছেন।
ক্রিকেট
বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনকে ৬৩ রানে হারিয়েছে চট্টলা ইস্ট জোন। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬৯ রান করে এক বল বাকি থাকতে গুটিয়ে যায় দলটি। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৯৪ রান করেন হৃদয় দেব। অধিনায়ক রিয়াদ খানের ব্যাট থেকে আসে ৯৩ রান। জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোনের শাহরিয়ার আলম মাহিম নেন ৫ উইকেট।
২৭০ রানের লক্ষে খেলতে নেমে ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জাহাঙ্গীরাবাদ। আরিফুল ইসলাম ৭৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। ৪৬.২ ওভারে ২০৬ রানে গুটিয়ে যায় জাহাঙ্গীরাবাদ।
নারী ফুটবল
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আনসার ভিডিপি ১৭-০ গোলে খুলনাকে উড়িয়ে দিয়েছে। আনসার ভিডিপির থুইনু ১০টি, লিডা ৩টি গোল করেন। একটি করে গোল মুনকি, রুপা আক্তার, সিরাত সাবরিন ও শিরিন আক্তারের।
দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা ৭-১ গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়েছে। রাজশাহীর সংক্রান্তি বালা ও শাহিনা আক্তার ২টি করে এবং সুমাইয়া আক্তার, শ্রীমতি কর্নফুলী ও নিপা রানী ১টি করে গোল করেন।
পুরুষ হকি
মওলানা ভাসানী স্টেডিয়ামে পুরুষ হিকর ম্যাচে ময়মনসিংহ জেলা দল ৩-১ গোলে হারায় কুমিল্লা জেলা দলকে। ময়মনসিংহের পক্ষে ফরিদুল, মাজহারুল ও সুব্রত পাল একটি করে গোল করেন। কুমিল্লার গোলদাতা আসিবুল আলম।
দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা ৫-২ গোলে জয় পায় কুড়িগ্রাম জেলার বিপক্ষে। রাজশাহীর গোলদাতা জাহিদ, বাপ্পি কুমার, মোস্তাফিজুর, রাহিদ ও প্রশান্ত কুমার। কুড়িগ্রামের গোলদাতা সন্তোষ কিস্কু ও কামরান।
কুস্তি
শেখ রাসেল রোলার স্কেটিংয়ের ম্যাটে কুস্তিতে ১২০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের মোহাম্মদ মোখলেসকে হারিয়ে সেরা হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিল্লাল হোসেন। প্রতিযোগিতার আগেই এই অ্যাথলেট ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ প্রতিযোগিতা হতে যাচ্ছে। আর শেষটা জয় দিয়ে রাঙিয়েছেন তিনি।
ফেন্সিং
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফেন্সিংয়ে নারীদের ব্যক্তিগত ইপির ফাইনালে আনসারের কামরুন্নাহার ১৫-১১ পয়েন্টে নিজ দলের আসমা আকতারকে হারিয়ে সেরা হন। আনসারের রাবেয়া খাতুন ও সেনাবাহিনীর মুন্নী বেগম পান ব্রোঞ্জ।
ফয়েল ইভেন্টে নৌ বাহিনীর স্বপ্না ১৫-১৩ পয়েন্টে নিজ দলের সানজিদা আকতারকে হারিয়ে সোনা জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন জিতেছেন স্বপ্না আকতার ও নাজিরা বেগম।
পুরুষ ফুটবল
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুরুষ ফুটবলে ইভেন্টের ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে সাতক্ষীরা ও কক্সবাজার জেলার ম্যাচটি ২-২ ড্র হয়েছে। সাতক্ষীরার সিদ্দিকুর রহমান ৩১ ও ৪২ দুটি গোল করেন। কক্সবাজারের শেখ আহমেদ ও জাহেদ একটি করে গোল করেন।
দিনের অন্য ম্যাচে কুমিল্লা ২-১ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। বিজয়ী দলের হয়ে হানিফ ও শাকিল একটি করে গোল করেন। এছাড়া রংপুরের হয়ে হোসেন আলী একমাত্র গোল শোধ দেন।