Published : 04 Apr 2021, 06:59 PM
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে রোববার মাহফিজুর ২০০ মিটার ফ্রিস্টাইলে, আসিফ ৫০ মিটার ফ্রিস্টাইলে ও সোনিয়া ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন।
২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৮ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জয়ের পথে ২০১৬ সালে গড়া নিজের রেকর্ড ভাঙেন মাহফিজুর। তার আগের টাইমিং ছিল ১ মিনিট ৫৮ দশমিক ৪৪ সেকেন্ড। এ ইভেন্টে রুপা জিতেছেন সাগরের নৌবাহিনী সতীর্থ আসিফ রেজা (২ মিনিট ০ দশমিক ৮২ সেকেন্ড)। ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ (২ মিনিট ২ দশমিক ৪৬ সেকেন্ড)।
২০০ মিটার ফ্রিস্টাইলে নতুন রেকর্ড গড়েছেন মাহফিজুর রহমান সাগর। ছবি: বিওএ
নারী ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের পথে সোনিয়া ৩০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। ২০১৬ সালে আগের রেকর্ড ছিল নাজমা খাতুনের (৩১ দশমিক ১৭ সেকেন্ড)। নৌবাহিনীর সোনিয়া আক্তার (৩১ দশমিক ২০ সেকেন্ড) রুপা ও সেনাবাহিনীর ফাতেমা আক্তার (৩১ দশমিক ৮২ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
এ নিয়ে দুই দিনে সাঁতারে ৬টি রেকর্ড হলো। প্রথম দিন ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল আহমেদ, মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া খাতুন ও ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ রেকর্ড গড়েন।
নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা আহমেদ (২ মিনিট ২৩ দশমিক ৬০ সেকেন্ড), ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ (১ মিনিট ১ দশমিক ৩৯ সেকেন্ড), মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও যুথি আক্তার (১ মিনিট ১৪ দশমিক ২০ সেকেন্ড) সোনা জিতেছেন।
৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নারী ও পুরুষ দুই বিভাগে সোনা জিতেছে নৌবাহিনী। নারী ইভেন্টে লিমা আক্তার, সোনিয়া খাতুন, সুরাইয়া আক্তার ও সোনিয়া আক্তার টুম্পা সোনা জয়ের পথে সময় নেন ১০ মিনিট ১০ দশমিক ৪৩ সেকেন্ড। ছেলেদের ইভেন্টে মাহফিজুর, কাজল মিয়া, আসিফ রেজা ও পলাশ চৌধুরীকে নিয়ে গড়া নৌবাহিনী দল ৮ মিনিট ১৬ দশমিক ৬০ সেকেন্ডে সোনা জিতেছে।
ডাইভিং ১ মিটার স্প্রিং বোর্ড ইভেন্টে ২৪৩ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসিন। রুপা জয়ী বিকেএসপির মোহাম্মদ ইমন হোসেনের স্কোর ২৩১.৪৫। নৌবাহিনীর অনিক ইসলাম ব্রোঞ্জ জয়ের পথে ২২৮.৭৫ স্কোর গড়েন।