Published : 21 May 2021, 07:13 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার প্রতিযোগিতাটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের তিন নম্বর এই রোমানিয়ান তারকা।
তিন বছর আগে রোলাঁ গারোঁয় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা হালেপ কিছুদিন আগে ইতালিয়ান ওপেন খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পান। ফরাসি ওপেনে তিনবার ফাইনাল খেলেছেন তিনি।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের এবারের আসর শুরু হবে আগামী ৩০ মে।
ক্যারিয়ারে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপ দ্বিতীয়টি জিতেছিলেন ২০১৯ সালের উইম্বলডন। আগামী ২৮ জুন শুরু এর এবারের আসর। সময় মতো সেরে উঠলে সেখানে শিরোপাধারী হিসেবে খেলবেন ২৯ বছর বয়সী হালেপ।
করোনাভাইরাসের প্রকোপে গত বছর উইম্বলডন হয়নি।