Published : 18 Jul 2021, 09:24 PM
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে গোলশূণ্য ড্র করে স্বাধীনতা ক্রীড়া সংঘ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হতে এ ম্যাচে ১ পয়েন্টই দরকার ছিল তাদের।
২২ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ১২ জয় ও তিন ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নশিপ লিগ শেষ করল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮-২ গোলে জেতা ফর্টিস ফুটবল একাডেমি।
ফর্টিসকে পেছনে ফেলে রানার্সআপ হওয়ার সুযোগ আছে নোফেল স্পোর্টিং ক্লাব ও কাওরান বাজার প্রগতী সংঘের। ৪১ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে তারা। দুটি দলের হাতে বাকি আছে একটি করে ম্যাচ।
চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত হয়ে গেছে ঢাকা সিটি ফুটবল ক্লাব ও ভিক্টোরিয়া।