Published : 04 Aug 2021, 04:33 PM
ইজু ভেলোড্রোমে বুধবার ফাইনালে ৩ মিনিট ৪২ দশমিক ০৩২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে ইতালি। গত মঙ্গলবারই হিটে ৩ মিনিট ৪২ দশমিক ৩০৭ সেকেন্ড সময় নিয়ে আগের বিশ্ব রেকর্ডটি গড়েছিল দেশটি।
এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া দল।