Published : 12 Oct 2021, 07:05 PM
ইতালিয়ান লিগের নবাগত ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
২০২০-২১ মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল এই আর্জেন্টাইনের। এরপর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন তিনি।
২০১৫ সালে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১টি ম্যাচ খেলেন রোমেরো। ওল্ড ট্র্যাফোর্ডে একটি করে এফএ কাপ, ইংলিশ লিগ কাপ, ইংলিশ সুপার কাপ ও ইউরোপা লিগ জয়ের স্বাদ পান তিনি।
আর্জেন্টিনার ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৯৬ টি ম্যাচ খেলা রোমেরো জাতীয় দলে সবশেষ খেলেছেন ২০১৮ সালে, ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে।