Published : 15 Mar 2022, 05:47 PM
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে মঙ্গলবার পুল ‘বি’-এর ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারায় বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠল ইমান গোবিনাথানের দল।
পাঁচ দলের এই গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। তিন ম্যাচে ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ইরান ও ইন্দোনেশিয়া। এই দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকায় কারো সুযোগ নেই ৯ পয়েন্ট পাওয়ার।
গ্রুপ থেকে দুটি দল উঠবে পরের ধাপে।
স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা গত তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পরের ম্যাচে সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে।
আগের ম্যাচে শক্তিশালী ওমানের কাছে ১০-২ গোলে হেরে আসা ইরান প্রথম কোয়ার্টারেই চমকে দেয় বাংলাদেশকে।
চতুর্থ মিনিটের ফিল্ড গোলে এগিয়ে যায় ইরান। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়া মোহাম্মদ আলি সালেহিপোরের হিট পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি গোলরক্ষক আবু সাইদ নিপ্পন।
পিছিয়ে পড়লেও আক্রমণাত্মক ছকেই থাকে বাংলাদেশ। কয়েকটি চেষ্টা ভেস্তে যাওয়ার পর সুফল মেলে নবম মিনিটে। পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে সমতা ফেরান আশরাফুল ইসলাম।
সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পাশাপাশি র্যাঙ্কিংয়ে ফেরা ইরান দ্বিতীয় কোয়ার্টারে চ্যালেঞ্জ জানাতে থাকে দারুণভাবে। তবে ২৯তম মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই খোরশেদুর রহমান ব্যবধান বাড়ান। একটু একটু করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে আসা বাংলাদেশ। ৩৬তম মিনিটে নিখুঁত কোনাকুনি ফ্লিকে মিলন হোসেনের গোলে চালকের আসনে বসে তারা।
৩৯তম মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করার একটু পরই ব্যবধান কমান ইরানের নাভিদ তাহেরিরাদ।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার গোলরক্ষক ফেরানোর পর ডি-র ভেতর থেকে ঠাণ্ডা মাথায় জোরাল হিটে ঠিকানা খুঁজে নেন রোমান সরকার। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।