Published : 30 Jun 2022, 08:19 PM
তুরিনের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে মোরাতার ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
গত দুই মৌসুম আতলেতিকো থেকে ধারে ইউভেন্তুসের হয়ে খেলেছেন মোরাতা। এর আগে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ইউভেন্তুসে কাটান মোরাতা। এই সময়ে লিগ ও কাপ শিরোপা মিলিয়ে দুইবার ‘ডাবল’ জেতেন তিনি। ২০১৫ সালে খেলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
দ্বিতীয় মেয়াদে ২০২০ সালে আতলেতিকো থেকে ধারে খেলতে এসেছিলেন মোরাতা। পরের বছর ইতালিয়ান কাপ জেতেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩২ গোল।
২৯ বছর বয়সী ফুটবলার ইউভেন্তুসে সুখেই ছিলেন এবং তুরিনেই থাকতে চেয়েছিলেন। ইনস্টাগ্রামে বিদায়ী বার্তায় বলেছেন, ইউভেন্তুসের জার্সি পরে খেলতে পারা তার জীবনের স্মরণীয় ঘটনার একটি।