Published : 15 Jul 2022, 07:15 PM
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে মোহামেডান। তাদের দুই গোলদাতা ওবি মোনেকে ও সুলেমানে দিয়াবাতে।
এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করা বাংলাদেশ পুলিশ নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্টও ২৯। অবনমনের শঙ্কায় থাকা উত্তর বারিধারা ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।
উত্তর বারিধারা ও মোহামেডানের প্রথম পর্বের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। এদিন শুরুতে বারিধারার মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা কাহরাবা, সুজন বিশ্বাস ও জুয়েল মিয়া ভালো কিছু সুযোগ তৈরি করেন। তাতে কিছুটা কোণঠাসা লাগছিল মোহামেডানকে।
২৩তম মিনিটে সুজন বিশ্বাসের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ে দারুণ এক শট নেন জুয়েল মিয়া। মোহামেডান গোলরক্ষক তা রুখে দেন।
৩০তম মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে দিয়াবাতে মাথা ছোঁয়ালেও বল পোস্টের ওপর দিয়ে যায়। ৩৮তম মিনিটে দিয়েবাতের বাড়ানো বল উত্তর বারিধারার এক খেলোয়াড়ের পায়ে লেগে শাহরিয়ার ইমনের কাছে চলে যায়। তবে তার হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
দুই মিনিট পর ফাহিমের ক্রসে দিয়েবাতের হেড কর্নারের বিনিময়ে ঠেকান উত্তর বারিধারার গোলরক্ষক সাইফুল। এরপরই এগিয়ে যায় মোহামেডান।
মোরসালিনের পাস ধরে অরক্ষিত মোনেকে দ্রুত বক্সে ঢুকে পড়েন। নাইজেরিয়ান এই মিডফিল্ডারের শট পোস্টে ছিল না, কিন্তু বল উত্তর বারিধারার ইউসুফ বাম্বার গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। গোলটি নিয়ে উত্তর বারিধারা আপত্তি জানালেও রেফারি সাড়া দেননি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় মুষলধারে বৃষ্টির মধ্যে। অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি। তবে মাঠ বেশ ভারি হয়ে যাওয়ায় প্রথমার্ধের গতি ধরে রাখতে পারেনি দুই দল। ম্যাচের শেষ দিকেও ছিল বৃষ্টি।
৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে মোহামেডান। ডানপ্রান্ত থেকে ফাহিমের ক্রসে হেডে বল জালে জড়ান দিয়াবাতে। কিছুই করার ছিল না বারিধারা গোলরক্ষক সাইফুলের।
৮৬তম মিনিটে একক প্রচেষ্টায় আক্রমণে ঢুকে পড়েন উত্তর বারিধারার আরিফ খান জয়। মোহামেডানের রক্ষণ ছিল ফাঁকা। তবে গোলরক্ষককে একা পেয়েও বল ওপর দিয়ে মারেন আরিফ।
যোগ করা সময়ে গোল আদায় করেন মোনেকে। দিয়াবাতের ব্যাক পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে জয় নিশ্চিত করেন এই নাইজেরিয়ান।